Ritam Bangla Apps

নববারাকপুরে স্বয়ংসেবকদের সেবা কাজ

20শে মে, 2020, মহামারি করোনা নামক ভাইরাসের প্রভাবে প্রায় তিন মাস ধরে আক্রান্ত নাগরিকদের সামাজিক জীবনের গোদের উপর বিশফোঁড়ার মতো আবির্ভাব হলো আম্ফান নামক ভয়াবহ ঝড়। সন্ধ্যারাতের কয়েক ঘণ্টার তাণ্ডবে পশ্চিমবঙ্গের অন্যান্য অঞ্চলের মতো নববারাকপুরের সমস্ত অধিবাসীদের নিয়মিত স্বাভাবিক জীবন অনেকটাই এলোমেলো হয়ে গেলো। বিদ্যুৎ তথা জলসরবরাহ, টেলিযোগাযোগ ব্যাবস্থা স্তব্ধ হয়ে গেলো। শহরের বড় - মাঝারি অধিকাংশ গাছ উপড়ে পড়ে রাস্তাঘাট অচল।  পরের দিন সকালেই এই অস্বাভাবিক পরিবেশে সমস্ত  প্রতিকূলতাকে উপেক্ষা করে  RSS এর স্বয়ংসেবকরা শহরে বাকি নাগরিকদের অবস্থা সম্পর্কে খোঁজে বেরিয়ে পড়ে। কিছু স্বয়ংসেবকের নজরে পড়ে নোয়াই খালের ধারে কয়েকটি পরিবারের ন্যুনতম খরচে বানানো বাঁশ ও পলিথিন দিয়ে তৈরি মাথা গোঁজার আশ্রয়স্থল চিহ্নমাত্র সাক্ষি হয়ে আছে।  সাথে সাথে স্বয়ংসেবকদের চেষ্টায় কিছু বাঁশ ও প্লাস্টিকের ত্রিপল কিনে তাদের মাথা গোঁজার মতো ব্যাবস্থা আবার করে দেওয়া  হয়।


Share on Google Plus

About Easy Enterprise

0 Comments:

Post a Comment