Ritam Bangla Apps

কোভিড-১৯ ত্রাণকার্যে সঙ্ঘের ব্যারাকপুর সাংগঠনিক জেলার কার্যক্রম

কোভিড-১৯ ত্রাণকার্যে সঙ্ঘের ব্যারাকপুর সাংগঠনিক জেলার কার্যক্রম
---------------------------------------------------------------------------
কলকাতার পরই ব্যারাকপুর জেলা অত্যন্ত ঘনবসতিপূর্ন। এই জেলা মূলত শিল্পাঞ্চল জেলা এর পাশে রয়েছে তিনটি খন্ড যা কলকাতার উপকন্ঠে অবস্থিত। সঙ্ঘের দ্বিতীয় সরসঙ্ঘচালক পরম পূজনীয় গুরুজী ব্যারাকপুর জেলাতে পদার্পণ করেছিলেন। বীর শহিদ মঙ্গল পান্ডের নেতৃত্বে সিপাহী বিদ্রোহে এই ব্যারাকপুর থেকে শুরু হয়েছিল যা পরবর্তীতে সারা ভারতে ছড়িয়ে পড়েছিল । হালিশহরে সাধক কবি রামপ্রসাদ বাংলার প্রাচীন গ্রন্থের আবিস্কারক নৈহাটির হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় ও আনন্দমঠ উপন্যাসের স্রষ্টা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই জেলার অন্তর্গত নৈহাটি নগরে অবস্থিত কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন।
এই পবিত্র ভূমিতে করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণে ২৪শে মার্চ ২০২০ ইং তারিখে ভারতের ৮০ টি শহরে লকডাউন শুরুর আগে থেকেই ব্যারাকপুর জেলার গারুলিয়া ও উত্তর দমদম নগরের আম্বেদকর শাখার পাশ্ববর্তী বস্তি এলাকার জনগনকে মাস্ক বিতরণের মাধ্যমে আমাদের এই সেবা শুরু হয়।
গত ২৪শে মার্চ ২০২০ ইং হতে ৫ই মে ২০২০ ইং অবধি সেবা কার্যক্রম এ সর্বমোট ৮২টি সেবিত স্থানে ৭৮৩ জন কার্যকর্তা অনবরত সেবা কাজ করে যাচ্ছেন। এ অবধি সর্বমোট সেবিত পরিবার -১২৩৩১ টি।
,৩১,৬৭৫ জনকে তৈরী করা খাবার পরিবেশন, ২৩১০ টি মাস্ক বিতরণ করা হয়। এর পাশাপাশি ৬৯৩ জন পরিযায়ী শ্রমিকদের সহায়তা এবং ১৩৯ জন প্রান্তীয় সহায়তা প্রদান করা হয়। ১৩ জন রক্ত দান করে অন্যান্য সেবা কাজের মধ্যে ৫৩ জন ঘুমন্ত জন সহায়তা, গোমাতা, কুকুর ও অন্যান্য পশুপাখীদের মাঝে খাবার দিয়ে প্রাণী সেবা করা হয়েছে।
এই জেলায় ১৩টি নগর ও ৩টি খন্ড রয়েছে। প্রায় প্রতিটি নগরে সেবা বস্তিও রয়েছে। যেমন গারুলিয়া নগরে ৬টি উত্তর দমদম নগর এ ২টি, পানিহাটি নগর এ ২টি, কামারহাটি নগরে ৩টি, খড়দা নগরে ২টি সেবা বস্তিতে, জগদ্দল নগরে ১৫ টি সেবা বস্তির মধ্যে ১২ টি, টিটাগড় নগরে ৬ টির মধ্যে ১টি তে সেবা কাজ হয়েছে এবং প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
পাশাপাশি শ্যামনগর খন্ডের ১৫টি গ্রামের মধ্যে ৬টি গ্রামে, নৈহাটি খন্ডের ৪৭টি গ্রামের মধ্যে ২৭টি গ্রামে এবং ব্যারাকপুরখন্ডের ৪০ গ্রামের মধ্যে ৩০ টি গ্রামে সেবা কাজ হয়েছে।
----- শ্রী নারায়ণ মন্ডল (সেবা প্রমুখ, ব্যারাকপুর সাংগঠনিক জেলা)
|
----- ভিডিওটি বানিয়েছেন শ্রী রিপন দাস Ripan Das (মিডিয়া রিলেসন, ব্যারাকপুর সাংগঠনিক জেলা)
Share on Google Plus

About Easy Enterprise

0 Comments:

Post a Comment