Ritam Bangla Apps

দুর্গাপুর বিবেকানন্দ বিকাশ পরিষদ এর উদ্যোগে পরিযায়ী শ্রমিকদের মাঝে সাপ্তাহিক রেশন সামগ্রী বিতরণের পাশাপাশি ২০টি দুঃস্থ পরিবারের মাঝেও খাদ্য সামগ্রী বিতরণ ।





প্রান্ত সেবা প্রমুখ শ্রী মনোজ দা র পরামর্শে দুর্গাপুর বিবেকানন্দ বিকাশ পরিষদ এর উদ্যোগে সেবা ভবন থেকে পরিযায়ী শ্রমিকদের ৪টি পরিবারের  হাতে খাদ্য  সামগ্রী তুলে দেওয়া হয়। পরিযায়ী শ্রমিকদের এই ৪টি পরিবার বর্তমানে কোয়ারেনটাইনে রয়েছে
 এবং ফলে তাদের নিত্যপ্রয়োজনীয় রেশন সামগ্রী প্রয়োজন পড়ে এবং তা উপলব্দি করে তাদের স্বস্থানে সাপ্তাহিক রেশন সামগ্রী সঙঘের স্বয়ংসেবকরা  পৌঁছে দিয়ে আসেন।
এর পাশাপাশি দুর্গাপুর বিবেকানন্দ বিকাশ পরিষদ এর উদ্যোগে ধোবিঘাট অঞ্চলের ২০টি দুঃস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
Share on Google Plus

About Easy Enterprise

0 Comments:

Post a Comment